• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১০-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৩

এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক ►

আন্ধেরী হিলফে বন জার্মানীর আর্থিক সহাতায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধিন ELIR প্রকল্পের আওতায় বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২২ পালন উপলক্ষে সাঘাটা উপজেলার সাঘাটা, জুমারবাড়ী, হলদিয়া, ঘুডিদহ, কামালেরপাড়া, কচুয়া ও ভরতখালী ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২০টি বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন করানো হয় এবং সেই সঙ্গে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” উক্ত অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের  স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ ও ছাত্র/ছাত্রী, স্কাউটটিমের সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।